জীবন এত সহজ নয়,,
     জীবন বিশ্ব ব্রহ্মময়
জীবন এত সহজ নয়


জীবনকে যে খুঁজি বারে পায়
ফুল ফোটে মরুভূমির মরীচিকায়।
  জীবন এত সহজ নয়।


জীবন এসেছে পৃথিবীর মাটি
   গড়িতে মনুষত্ব দিগন্তে খাটি
বিচিত্র ধরণীতে সাজিয়াছে পরিপাটি
    মোরা আপন অভিরুচিতে এক এক পথে হাটি


জীবন এত সহজ নয়.......
     এত সহজ-সরল তবু ঘটনা আপন পরিচয়
লক্ষ কোটি কোটি মানুষ করি মোরা অভিনয়।
        জীবন্ এত সহজ নয়


কত আনাগোনা জীবনের মাঝে চলে
কত সুপ্ত কত গুপ্ত আত্মকথা বলে
এ জীবন সাজিয়েছে কত ফুল ও ফলে,


জীবন এত সহজ নয়,
    অনেক জীবন ই পাই না তো আপন পরিচয়
এ জীবনটা ভাবের রাজ্যে ভাবুক তনময়,
    জীবন এত সহজ নয়.....!


কত রঙে কত আশা স্বপ্ন আঁকা
নীল দিগন্তে যেনপ্রজাপতির পাখা
  প্রকৃত জীবনকে যায় না ধরে রাখা।
এ জীবনের পথ কোথাও বন্ধুর কোথাও আঁকাবাঁকা


এ জীবন এত সহজ নয়,
ভাবুকের রাজ্যে এ জীবন বড়ই বিস্ময়,
   আমি আজও ভেবে ভেবে হই তনময়
এ জীবন তো এতো সহজ নয়।।