মানুষ হয়ে এসেছে এই-পৃথিবীতে,
    জীবনের বা কি দিলাম দাম
মানুষ হতে পারলাম কই ?
     শুধুই তো বদনাম।


লোভী তো মন চাই স্বার্থ নেশায়
      সব কিছুকে ভুলে
শুধু পার্থিবোই তো জীবন নয়
    জীবন নদীর দুটি কূলে


পিতা-মাতা আত্মীয়-স্বজন
     বন্ধু বান্ধব যত-!
যদি প্রকৃত জীবন সাজাতে না পারি
    শুদ্ধ পবিত্র মনের মত!


তাহলে তো পেলোনা জীবনের মূল্য
     সে জীবনের মোহনায়
কি করে বল ফুল ফুটিবে ?
    মম এ হৃদয় বাগিচায়


জীবন যদি না আপনাকে খুঁজে
      নাই তার পরিত্রান
সঠিক মূল্যের সমিপে এ জীবন
   হবে তবে ম্রিয়মাণ।


তাই জীবনের মূল্যে আপনাকে খুঁজে
     যে বিবেকে ও চেতনায়
তারিতো জীবনের সুন্দরতম
     ফুল ফুটে সে বাগিচায়।