-------পরিছন্নতা মনের আয়নায় পবিত্রতা রয়
বাইরের পরিছন্নতায় প্রকৃত পবিত্র নয়.!
-------কালির কালিমায় কাল্ভ যদি পড়ে থাকে
পরিছন্নতার পবিত্র মধু পাবেনা মৌচাকে
চৈতন্যের পরিছন্নতায় অনেক গুন দামী
-------আপন পবিত্রতায় চিন যাকে বলো আমি
বিবেক বলয়ে ফুটিলে সেই সৌন্দর্য ফুল
------জীবনের মাঝে ঘর বাহির আছে দুটি কুল
.....প্রকৃত জীবন পবিত্র ঐ সৌন্দর্য ঠিকানায়
যেতে হবে তবে পরিছন্নতা মনের মোহনায়