ফুল যখন ফোটে, সুশোভিত অলংকারে
প্রজাপতি ভ্রমর, পতঙ্গ আসে তার দ্বারে
কি রূপের বাহার নিয়ে, সুন্দর আকাশে
ছড়ায় তার সৌন্দর্য, আকাশে বাতাসে।


কেউ সুগন্ধি ভরা, খুশবু ছড়ায় তার মাঝে
মনোরঞ্জন করে তাহার, প্রস্ফুটিত কাজে।
মানুষ ও যখন ফুল হয়, তার গুণের অলংকার
তারও সে খুশবু ছড়ায়, দিগন্ত রূপের বাহার


প্রকৃত সৌন্দর্য যাহার, সৃষ্টির নন্দনকানন,
প্রকৃত সে চতুর্দিকে, ছড়াই সুন্দর পথ ও গহন।
মানুষ নামের ফুলটি যখন, হৃদয় দেবালয়
তাঁর সৌন্দর্যে প্রকৃত, ছড়াই সে ফুলের পরিচয়।