প্রকৃতির মাঝে তুমি এসেছো আমি এসেছি,,,
                 এইতো মোদের ধরা.......!
সুন্দর কাননে ফুল ফুটেছে দ্যাখো,,,,,
                 সাজানো যে পরস্পরা,,,,!!
উপর আসমান নিছে হয় জমিন,,,,,
                পাহাড় পর্বতে ঘেরা,,,,,,!!
            দেখো কোথাও তো ঝরনা জল,,
যেন তার বুকটা হয়েছে চেরা,,,,,,!!!


দেখো অগাধ জলধি,, সমুদ্রবক্ষে,,,
             আসমানে উড়ে পাখি,,,,,,
রক্তিম সূর্য সন্ধ্যায় ডুবে,,,,,,
        মন কেড়েছে মোর আঁখি,,,,,!!
ভ্রমর গুণ যায় গুন গুন সরে,,,,,
          প্রজাপতি মেলেছে ডানা,,,,
মৌমাছি যায় উড়ে উড়ে,,,
            ফুলে ফুলে দেয় হানা,,,,!!!

পাখির কলরব কুহু কুহু স্বরে,,,
             খোশবু রজনী,,,,, গন্ধে,,,
চাঁদনী রাতে মাঝি গান গাই,,
, সুর সুর কত সুর ও ছন্দে,,,,,
  এই প্রকৃতিতে কত জীবজন্তু,,,,
                  কত যে সাগর জলে,,,
নিত্য মাঝারে প্রকৃতির খেলায়,,,,,
         কত উঁচু নিচু স্থলে,,,,,!!


কত নদী জল ঝিলমিল করে,,,,,
        মেঘোমালা কত বৃষ্টি,,,,,
অপার মহিমায় তুমি হে প্রভু,,
      এ প্রকৃতি করেছ সৃষ্টি,,,,,!!!
সবের মাঝে তুমি হে প্রভু,,,
      তোমারই মহিমা খেলা,,,,
তাইতো বসেছে প্রকৃতির মাঝে,,
         বিচিত্র সৃষ্টি এ,,,, মেলা,,,,
অনন্ত আকাশ তারকারাজি,,,
            চন্দ্র-সূর্য ঘেরা,,,,
কত অরণ্য মরুভূমি কত,,,,,,
          সৃষ্টি করেছো, সেরা,,,
, কত পদ্ম গোলাপ ফুলে,,
         লক্ষ প্রজাতি মেলা,,
কত বরফের পাহাড় চাদরাবৃত,,
      রেখেছো মম সে খেলা,,,
তুমি হে প্রকৃতি তারিতো মাঝে,,,
        আমি মানুষ হয়েছি মহীয়ান,,,
প্রকৃতির সৌন্দর্যে ই। আমি হয়েছি,
           সৌন্দর্য্যে,,তে,,, গরীয়ান,,,,
অপরূপ সৃষ্টি প্রকৃতি তুমি,,,,
       জোড়ায় জোড়ায় প্রেমে আঁকা,,,
তাইতো খুলেছে দিগন্ত প্রকৃতি,
         মেলে ধরেছে সে পাখা,,,,!!
প্রেম ও ভালোবাসায়,, নারী-পুরুষের,,
           যুগ্ম ঐক্যতানে,,,,,,,!!
প্রকৃতি তুমি ভরা আছো তাই,,
     প্রেমের সাগর ও,, ধ্যানে,,,,,
*****************************