ওই দেখো ওই দেখো কে চলেছে কারবালা প্রান্তর
আজ যেন রক্তে রঞ্জিত হবে, সত্য তরবারি খঞ্জর।
ইয়াজিদের চক্রান্তে, ভূলণ্ঠিত ইসলাম ইতিহাস-!
শহীদে কারবালা রক্তে রঞ্জিত হল শুদ্ধ বিশ্বাস।


ইমাম হোসাইন র:) নোয়াননি মিথ্যাই নত শীর-!
শহীদেকারবালা ইতিহাস রেখেছে সেই বীরত্ব বীর
কখনো ইমাম হোসেন সত্যকে দেননি বলিদান
যদিও তিনি "শহীদ" হলেন ওই কারবালা ময়দান।


বীর বিক্রম সিংহের হুংকারে, চলিল সত্য তরবারি
বিশ্বের শ্রেষ্ঠ তম সন্তান, যার মা মা ফাতেমা নারী।
স্বয়ং হাবিবুল্লার প্রেম প্রিয়, ওই ইমাম হুসাইন--!
মানেননি তো ইয়াজিদের কল্পিত মিথ্যা আইন।


আজও বিশ্বে প্রকম্পিত, হোসায়েনের প্রতিদ্ধনী-!
সত্যি তরঙ্গ বয়ে যায়, দিক হতে দিগন্তে শুনি,
দশই মহরম, বিশ্ব ইতিহাসে, করিল সত্য স্থান।
হে ইমাম হোসেন তোমার শহীদি মর্যাদা প্রতিদান।