আবহমান কাল সৃষ্টি কত স্মৃতি দিগ দিগন্ত
আকাশে বাতাসে ভুচরে জলে অগণন অনন্ত
যাওয়া-আসা শুধু ক্রমান্বয়ে প্রবাহে চলমান
কত স্মৃতির রেখাপটে রয় রক্তমাখা বলিদান

কত ইতিহাস জানা-অজানা এই পৃথিবীতে
সত্যটাকে ধারণ করে সবাই পারেনা নিতে
সত্য মিথ্যার বেড়াজালে আজ ও রয় স্মৃতি
পবিত্র অঙ্গনে ধারণ করে দেখো উপস্থিতি

কত ধর্ম অধর্ম কত যন্ত্রনা আবেগ উচ্ছ্বাসে
অনেক ইতিহাসি স্মৃতিতে মিথ্যা হয়ে হাসে
অনেক সত্য চাপা পড়ে- আজ রয়  নির্বাক
পবিত্র দুয়ার খুলে দেখো বিবেকের মৌচাক