প্রতিটি সৃষ্টি, এমনকি প্রতিটি জল বিন্দু
    এঁকে চলে যাহা মহা মহা সমুদ্র মহাসিন্ধু
মিলনের সুরে একে অপরের কি দারুন টান
       নালা হ'তে নদী প্রবাহে সমুদ্রের আহ্বান।


যে যাকে ভালোবাসে, তার সংস্পর্শে রয়
        সেই ভাবেই জীবনটা রাখে তার পরিচয়
কুস্পর্শে,কু ধারনার, পাই জীবনে গতি
      সু স্পর্শে সুন্দর ধারণায় তুলে হীরামতি।


পবিত্র কোরআনে সংস্পর্শে, সাধারণ কাপড় খানি
     পবিত্র হয়ে যায় তার স্পর্শে মহামূল্য দামি
জাফরান যখন কাগজের সঙ্গে ওজন হয়
      সেও তখন মহামূল্য রাখে তার পরিচয়।


ঐরূপ মহামানুষ এই পৃথিবীতে ধন্য করেছে মাটি
       উনাদের সংস্পর্শে জীবন সুন্দর হয় পরিপাটি।
লোহা যেমন চুম্বক স্পর্শে, চুম্বকত্ব পায়
       সৎ সঙ্গে জীবনের প্রদীপ জ্বলে সে মোহনায়


অসৎ সঙ্গ জীবনের মাঝে বাড়াই সে  পরিতাপ
        অযথা জীবনের মাঝে ঘটে চলে যাই পাপ
মনের অঙ্গনে যার সংস্পর্শ সুন্দর পেতে চাই
    নেমে এসো তাহলে পবিত্র মানুষের ঠিকানায়


মানুষের মাঝেই মহামানুষ, পরমাত্মা সংস্পর্শ
       জীবন আলোকিত হয় ভালো মানুষের পরামর্শ
সুন্দর তখনই চেতনার দুয়ার ভাঙে সে ভুল
          সুন্দর সংস্পর্শেই ফোটায় হৃদয়ে ফুল।