শুধু তোমার আঁখি পাতে, পড়েছিল যেদিন দৃষ্টি
কি অপরূপ মায়াভরা, তোমাতে খুঁজেছি সৃষ্টি।
স্নিগ্ধ ভরা নন্দিত কানন, মৃদু হাঁসির, ঝলক-!
তোমার আঁখি পাতে চেয়ে, স্তব্ধ মোর পলক।


মোহনীয় প্রেম ভরা, ঠোঁট দুটি গোলাপি আঁকা,
বাঁকা চাহনিতে সেই দিন, মেলে ছিলে প্রেম পাখা
আমার হৃদমাঝারে সেইদিন, এঁকেছিলে কি জাদু
মৌচাক ভরা আপ্লুত,, রাশি রাশি তোমাতে মধু-!


তুমিও নিবিষ্টচিত্তে, চেয়েছিলো মোর প্রাণে--!
তাইতো সাড়া জাগিয়েছিলাম তোমার আহব্বানে,
শুধু দুইটি নয় চারটি আঁখির, মেলবন্ধন খেলা
চির নন্দিত ভালোবাসার নৈসর্গিক এ মেলা।


চলবে যতদিন এ পৃথিবী, একে অপরের টান
এ নয়তো মিথ্যা এযে  ঐশ্বরিক মম প্রতিদান


এর মাঝে দুঃখ আনন্দ, তবুও রহিবে ভালোবাসা
প্রকৃত পবিত্রতার অঙ্গীকারে সেটাই হয় খাসা।
যেই চক্ষু সুন্দর দেখে, কখনো গড়াই অশ্রুজল
তোমার আঁখি পাতে যে আমি হয়েছি দুর্বল।।