কত সুন্দর কত সৃষ্টি আমাদের বসুন্ধরা
          ফুলে ফুলে সজ্জিত প্রেমেতে পরস্পরা।
কত সুন্দর কত সৃষ্টি আমাদের বসুন্ধরা।


কত মৌমাছি কত প্রজাপতি কত ফুলে ফুলে
          নিত্য করে আনন্দ করে কত হেলে দুলে
আমি তাদের আনন্দে মেতে কখনো থাকি ভুলে।


কত পাহাড় কত পর্বত, কত যে আঁকাবাঁকা পথ
       কত বিচিত্র কত বৈচিত্র্যময় নানা রং অভিমত
তাহার মাঝে বেঁধে রেখেছে ভালোবাসার মহাব্বত।


কত নদনদী কত সমুদ্র, কত ঝর্ণার জল বয়ে যায়
      নীল দিগন্ত আসমানে কখনো বিদ্যুৎ চমকায়।
হে বসুন্ধরা তোমার সৃষ্টিতে আমি যেদিকে তাকাই।


কত বিচিত্র পাখি, কত পুষ্প লতা সবুজ ও শ্যামল
     নিত্য আনন্দে ফুটে ওঠে, সুন্দর পদ্ম কমল,
কত ঝলমলে আকাশ হতে ঝরে বৃষ্টির জল।


কত স্বপ্নীল রংধনু, ওই আকাশেতে ডানা মেলে
    কত সৃষ্টি দিগন্ত হতে দিগন্তে, প্রেমের মাহফিলে
আমি সৃষ্টিতে মহিম মানুষ, আমাতে প্রাণ দিলে।