অনন্ত দিগন্ত বিচিত্র রঙ এর আলপনা....!
হে ভারত তুমি, কবির দিগন্ত ওই কল্পনা।


বিভিন্ন ভাষা বিভিন্ন জাতির এ মোর ভারত ভূমি,
কত বিচিত্র ইতিহাস,,, এ মমতাজ মহল ও তুমি..!


তোমার বুকে ঠাঁই করেছে, কত হিন্দু মুসলমান,,
তুমি গীতা তুমি ই বাইবেল ওই পাক কোরআন...!


তুমি সমৃদ্ধ বিভিন্ন ধর্মে,,, বিভিন্ন রূপ ও ভাষা....,
তবুও তুমি  সাম্যে,, যুগিয়েছো মানুষের আশা।


আজ কেন তবে হীনতায়? হে মোর ভারত ভূমি...!
কোন পথে তুমি অগ্রসর, হতে চাইছো বলো তুমি ?


তুমি সুন্দর প্রকৃতির মাঝে ভালোবাসার মোহনায়,
তোমার মাঝেই প্রেম খুঁজে পাই, সুন্দর ঠিকানায়


অগণিত অগণন মানুষের ভূমি, বিচিত্র এ দেশ..!
প্রশান্তির মাঝে দেখিয়েছো কত শান্তির পরিবেশ।


শুদ্ধ চিন্তা-চেতনায় মোরা, মিলে হিন্দু-মুসলমান...
গাইতে পারে মোরায় সেথা, মানুষের জয়গান,,,।


আমরা মানুষ পৃথিবীর বুকে, এঁকে দিব সে ছন্দ..!
মেটাতে পারি আমরাই, জাতের বেড়াজাল দ্বন্দ্ব!!!


হে ভারত তুমি মহান, বিচিত্র পৃথিবীর মাঝে,,,
ভালোবাসার তীরে সুমহান, হৃদয়ের ভাজে ভাজে