বিবেক---এক পবিত্র সমুজ্জ্বল.....!!
       বিবেকহীন মানুষ দুনিয়ায় অচল,
বিবেক এক, অফুরন্ত সুন্দর গতি
        বিবেক চৈতন্যে মানুষ কুড়াই মতি।


পরমাত্মা মিলনে, যে প্রকৃত বিবেকবান
        সেই মানুষ মনুষ্যত্বে, তারিত জয়গান।
বিবেক ছাড়া, মানুষ পাইনা প্রকৃত পথ
       বিবেকহীন মানুষ বড় ই বেইজ্জত।


বিবেক এক সূক্ষ্ম চেতনা, অনন্ত রাশি রাশি
            তার হৃদয়ে উৎসারিত মক্কা গয়াকাশি
যে দেই না, কোনমতেই বিবেক বলিদান
       তারিত হয় সুন্দর পৃথিবী ছাড়ার প্রস্থান।


শিক্ষিত হয়েও,যার খুলেনা বিবেকদ্ধার,
        তাকে নিঃশেষ করে তার গর্বিত অহংকার।
প্রকৃত মানুষ যে, বিবেক হয় সমুন্নত
        সেইতো চীর অমর চীর শীর উন্নত।