এসো মুক্ত ভাবনাই জাতপাত ভুলে--!
মানুষে মানুষে মিলবো পবিত্র হৃদয় খুলে,
এসো মুক্ত ভাবনাই জাতপাত ভুলে--!


সকলের তরে সকলে মোরা, এ পৃথিবীর মাটি
মনুষ্যত্বের মহিমে তরে চলো করব মোরা খাঁটি।


চলো হিংসা বিবাদ ভুলে, সকল সকলের ঠাঁই,
ভালোবাসার ফুল ফোটাবো হৃদয়ের মোহনায়।


কোথায় খুঁজো প্রভু দেবতা, দেখো আপনারে ফিরে
মানুষের মহিম আকাশে দেখো তোমার বুকটা চিরে


হৃদয় দেবালয়ের চাইতে বড়, কোথায় খুঁজতে যাও
প্রতিটি শিশুর মুখে নিষ্পাপ হাঁসির পবিত্র ফুল ফুটাও


বেদ-বেদান্ত কোরআন পুরান, পবিত্র মহাগ্রন্থ যত,
মানুষের মহিম পবিত্রতার, কথা লিখা আছে অবিরত


কেউই দেয়না মিথ্যাকে দাম, হিংসার কথা কয়
হিংসা উপড়িয়েই মনুষ্যত্ব আনিতে হয় তাতে জয়


ধর্ম নয় শুধু বাহ্যিক আড়ম্বরে, ভেতরে রেখে ফাঁকা
স্বার্থের তাগিদে উদ্ভ্রান্ত, যদি শুধু করো টাকা টাকা।


এক ঈশ্বরের সৃষ্টি পৃথিবী, যাহা-কিছু তাতে রয়
আশরাফুল মাখলুকাত মানুষ শ্রেষ্ঠ সৃষ্টিতে পরিচয়


কিন্তু,মানুষ যখন মনুষত্ব হারা,হয় সে  বিবেকহীন
কৃত্তিম ধর্ম বাঁচাতে পারে? তার কায়েম রাখিতে দ্বীন


এসো জীবন যেখানে, সুন্দর হয় মুক্ত ভাবনা ভাবি
আগে মেটাও মনুষত্বের মানুষের পবিত্র মহিম দাবি


তাহলে হবেপৃথিবী শান্ত তুমি আমি যখন বিবেকবান
এসো মুক্ত ভাবনা ভাবি, করি তারে সুন্দর আহ্বান।