বসন্ত এলো,
            এলো কোকিলের কণ্ঠে গান,
ফুলের ঘ্রাণে ভরে আজ বাগান।
           লালে লাল হয়েছে শিমুল বন।
সেই রঙ্গে রঙ্গিন হয় প্রেমিক মন।।


প্রজাপতি গুলো যায় ফুলে ফুলে,
          দেখ কত ফুল ফুটেছে ডালে ডালে।
দক্ষিণা বাতাস মনে দেয় দোলা,
          দূর হতে ভেসে আসে বাউলের গলা।


রঙ্গের বাহারে আবার এলো বসন্ত,
           কবি ফিরে পেলো তাঁর প্রেমের ছন্দ।