চোঁখের পাতায় স্বপ্ন আঁকি,
হামার একটা ঘর হবি,বাড়ি হবি।
ঘরে লাল টুকটুক বউ আসবি,
রাঙা পায়ে নূপুর পড়ে,
বাড়ির আঙ্গিনায় করবি হাটাহাটি।
ঝুমুরঝুমুর আওয়াজে রাখবি মেতে বাড়ি ,
সোহাগ করে ডাকবি, 'ওগো তুমি শুনছো কি'।
আশা বাঁধি এবুকে একদিন হামার বউ হবি।
ছোট্ট একটা সংসার হবি।।


হামি কৃষক করমো চাষ,
পুকুর ভরা থাকবি মাছ,
গোয়ালে গরু,জমিতে লাগামো ঘাস।
কাজ শেষে ক্লান্তি নিয়ে ফিরমো যখন ঘরে।
আদর মাখা তার হাতে দেবে হামার কষ্ট মুছে।
সুখের দিনের স্বপ্ন দেখি,
একদিন হামারও বউ হবি, সংসার হবি।।