তুমি আমার আশার আলো‚
         জীবনের আসা সকল সুখ।
নয়ণ ভরে দেখি বারেবার‚
            তোমারই মায়া মাখা মুখ!


তোমার মুখের মধুর হাসি‚
              বড্ড বেশি ভালো বাসি।
এ জীবনের চেয়েও মাগো-
                তোমার হাসি যে দামি !


আঁধার ঘেরা আমাবস্যায়
       তোমার হাসি মা জ্যোৎস্নাময়।
অবাক নয়ণে তাকিয়ে রই‚
        এমন হাসির আর পাবো কই ?


এ ধরায় সবচেয়ে বেশি,
               তোমার হাসি ভালোবাসি।
ঐ হাসিই  রাখতে ধরে,(বিনিময়ে)
            মরণ এলেও নেব বরণ করে।।