শুনেছি কত দেখিনি আজও,
শিক্ষা দিতে রোজা হয় আগত।


কত রোজা গত হলো ,
জাতি কি শিক্ষা পেলো?
অনাহারী যে শুধু অনাহারীই রয়ে গেলো।


বাহারি সব খাবারে টেবিল থাকে ভারা,
সেহরি আর ইফতারে পার হয় রোজা।
ক্ষুধার জ্বালা বোঝেনা ত কেউ,গরিব অসহায় ছাড়া।।
রোজার শিক্ষা ছিলো হায় সেহরি-ইফতারে মজা,
না-কি ছিলো সেই অনাহারীর ক্ষুধা বোঝা?


ওমরের মত যদি শাসন হত কায়েম,
জাকাত আদায় করত সবে,রেহাই পেতনা জালেম।
গরিব-দুঃখী খাবার পেত মরত না অনাহারে,
মরত না মানবতা থাকত প্রাণে প্রাণে।।