ফিরিয়ে দিয়েছি বহু বহুবার
ফিরেও এসেছি অসংখ্যবার
তবু কেন ফিরে পেতে চাই
তবু কেন ফিরে যাই....?