আমি চারটি শরৎ পার করেছি তোমার অপেক্ষায়
নিশ্চুপ বসে মেঘ গুনেছি আকাশের সীমানায়
গোধূলীর লাল নিয়ন অস্তাচল
যেন তোমার দেহে লেগে থাকা মায়াবী আচল


আমি চারটি শরৎ পার করেছি তোমার অপেক্ষায়
আর নিশ্চুপ বসে জল গুনেছি নদীর মোহনায়
দুকূল ঘেষে ছড়ানো শুভ্র কাশফুল
নি:সঙ্গ বিকেলে তোমার বিরহে আকুল


আমি চারটি শরৎ পার করেছি তোমার অপেক্ষায়
কাল থেকে মহাকাল অধীর অপেক্ষায়


আমি চারটি শরৎ পার করেছি তোমার অপেক্ষায়
রাঙ্গা নীল পাড়ে শুভ্র শাড়ীতে তোমায় দেখার মায়ায়
তোমার কপালে নীল টিপ
দুহাত জুড়ে নীল সাদা কাচের চুড়ির রিনঝিন


আমি চারটি শরৎ পার করেছি তোমার অপেক্ষায়
অসহ্য ব্যাথায় বুকের বা পাশটা আজ চিনচিন


আমি চারটি শরৎ পার করেছি তোমার অপেক্ষায়
দুজন একসাথে ভেসে বেড়াব বলে ঐ ডিঙ্গি নৌকায়
তারপর তোমার ক্ষাণিক দুষ্টুমি
আর ছিটিয়ে দেয়া জলে
আমি অপেক্ষায় সেই শরৎে ক্ষাণিক ভিজব বলে


আমি চারটি শরৎ পার করেছি তোমার অপেক্ষায়
ক্লান্ত হেরি এ পা দুটো আজও হেটে চলে আরো শরৎের অপেক্ষায়
যদি তোমার দেখা মেলে এই শরৎে
কাশবনে কোন এক লুকোচুরি খেলায়


আমি চারটি শরৎ পার করেছি তোমার অপেক্ষায়
আমি আজও দিন গুনি নদী তটে আরো শরৎের আশায়.......