নিষ্ঠুরতার প্রতিটি বান লাগছে বুকে বিধে
ক্রমেই আমি যাচ্ছি হয়ে প্রাচীর সম সিধে
হতাশ আমার স্তব্ধতাও গহীন মহাকালে
তাইতো আমি পিছলে পড়ি মিথ্যে মায়াজালে।


তোমরা যখন স্বপ্ন বুনো লাল নীল সুতোয়
শুভ্র দেয়াল রাঙ্গিয়ে তোল ভালবাসার ছুতোয়
আমার রাত গুলো সব ভোর হয়ে যায়
একটি তারার আশায়
স্বপ্ন গুলো মাতিয়ে রাখে মিছে ভালবাসায়।


আমি হীনা এই আমি আজ বেচেই শুধু আছি
মৃত্যু আমার সেই অতীতে কাফন শুধু বাকী
মিছে হাসির তীক্ষ্ণ রাশি ভরিয়ে রাখে ভুবন
জল গুলোকে সঙ্গ সে দেয় রাতের আত্মকথন।


তোমরা যখন হাসাও মোরে মিছে কথার ভানে
অপ্রিয় সব সত্য গুলো হাসে কানে কানে
গভীর রাতে আকাশ পানে কত কথা কই
এদিক সেদিক খুজে ফিরি ধ্রুবতারা কই?


আমার দিনগুলো সব হাসায় মোরে উপহাসের ছলে
আমার রাতগুলো সব কাদায় মোরে
সেসব কথা বলে।


থাকুক ভালো তোমরা সবাই এই পৃথিবীর তরে
আমি বরং হারিয়ে যাই ঐ আকাশের দূরে।