যখন হাত খানা দাও বাড়িয়ে
ওই পথের ধারেতে দাড়িয়ে
তবু হয়না তোমার ঠাঁই ছুটে চলা ওই গাড়িতে
নারী, তুমি নির্বাক রও চেয়ে।


যেদিন সবার আদর ছেড়ে
যাও শ্বশুর-স্বামীর(!) আলয়ে,
সব স্বাধীনতা হারিয়ে-
নারী, তুমি নির্বাক রও চেয়ে।


যখন তোমার আগমন দেখে
ওই ডিস্পেন্সারিতে
তারা তাকায় উত্সুক চোখে
নারী, তুমি নির্বাক রও চেয়ে।


যখন শত আবেদন করেও
চাকরির স্বাক্ষাতে আসেনা তোমার ডাক;
তুমি দুর্বল(!), এই ভুলে-
নারী, তুমি নির্বাক রও চেয়ে।


নারীমুক্তির আড়ালে নানা অপরূপ কৌশলে
যেদিন নেয় তারা সব ছিনিয়ে;
দুঃখ ভরা হৃদয়ে-
নারী, তুমি নির্বাক রও চেয়ে।


আজ সত্য গিয়েছে ঘুমিয়ে
সব-ই মিথ্যার আশ্রয়ে,
তবু কোন বিজয়ের আশ্বাসে
নারী, তুমি নির্বাক রও চেয়ে?