আমার মেঘের ভেলায় রোদের ঝলক
ছড়িয়ে দিল কে সে!
সুখের তুলির আঁচড় কে দেয়
দুঃখের ক্যানভাসে!


চুপটি বসে ভাবছি যখন
সুর ছড়ালো কে সে!
সুখের ডানায় মন ভাসিয়ে
দুঃখ কেন হাসে!


অপ্সরী সে স্বর্গ থেকে
আসলো আপুর বেশে;
দুঃখ ভুলে তাইতো আমি
হাসছি স্ব-ঊল্লাসে।