চরম বাস্তব আর আবেগ মুখোমুখি দাঁড়িয়ে,
সংঘর্ষ অনিবার্য ।


কিংকর্তব্যবিমুঢ়,
চিন্তা-শক্তি হাতরে না পায় কোনও কূল- কিনারা,
উপায় খুঁজে নিষ্কৃতি বার করার অসাধ্য প্রয়াস।


শত চেষ্টার রফাদফা,
নির্বাক তখন, চেহারায় ব্যাকুলতার ছাপ অস্পষ্ট করার দুরূহ প্রচেষ্টা।


কর্তব্য আর কাজ, দ্বন্দ্বের কোন বালাই না আসাই শ্রেয়,
এই ধারা সমান্তরাল…
পরিপূরক হয়ত নয়, মানব জীবন দুটির-ই সমষ্টি।


বাস্তব এবং আবেগ, আষ্টেপৃষ্ঠে বেঁধে দেয় যখন,
মানুষের মান, সম্মান আর হুঁশের পরিচয় ঠিক তখন।
একদিকে মন, অন্য দিকে কঠিন সত্য, বেঁচে থাকার লড়াই,
ডারউইনিজম ঘোর সঙ্কটে।


জীবন- সিস্টেম এর ডেটা ডিলিট, রি-বুট অথবা ফরম্যাট!
নতুন কোনো ভাইরাস দুয়ারের প্রান্তে অপেক্ষায়…
অ্যান্টি ভাইরাস সাময়িক, আয়ারাম-গয়ারাম।


জীবন কে সঠিক দিশা দেবার প্রগাঢ় প্রচেষ্টা,
পরা-অপরা বিদ্যার সমন্বয়, হবে মসৃণতার আবির্ভাব,
ঘুচবে সঙ্কট, মিটবে পিয়াসা।