বন্ধু বলতে অজান্তেই হৃদয় দুয়ারে অনেক স্মৃতি ওঠে ফুটে,    
বন্ধুত্বের সংজ্ঞা খুঁজে পাওয়া প্রায় অসাধ্য, সুকঠিনও বটে।
প্রকার ভেদে বন্ধুত্ব হয়ত হরেক রকম হয়,
সংজ্ঞায়িত করা কোনও ব্যাকরণ বিদের কাজ নয়।
বন্ধু, ছোট একটি শব্দ যার বিশাল আছে পরিব্যপ্তি,
বিশেষ্য পদ হলেও, অনেক বিশেষণের মতো হবেনা এর বিলুপ্তি।
অকৃত্রিম ভালোবাসায় লালায়িত হয় যেই জন,
বন্ধুত্বের বাঁধন দৃঢ় করে তাঁর মতো গুনধন।
কতো হাসি, কতো কান্না আর কতই মশকরা,
ভাবনা তখন থাকে না, অনাবিল আনন্দ ছাড়া।
কেউ বন্ধুত্ব করে স্বার্থের টানে, কেউবা লোভে পড়ে,
কেউ বা ছলচাতুরি করে ঘটায় হিংসা স্বপরিবারে।
কিছু বন্ধু পাশে থেকে করে শুধু তোষামোদ,
হীনমন্যতায় ভোগে গোপনে অনিষ্ঠ করে সেই নির্বোধ।
সময়ের সাথে মানুষ বদলায়, হয়ত বন্ধুত্বেরও হয় রকমারি,
বন্ধুত্ব –প্রণয় ঘটে সে যদি না হয় প্রবঞ্চনাকারী।
মানুষ নাকি নিজেই নিজের ভাগ্য নির্মাতা,
বন্ধুত্বে অনেকেই খুঁজে ফেরে সম- যোগ্যতা।
পরিশ্রমী আর যোগ্য ব্যক্তির রয়েছে কদর সর্বদা,
হীন- দরিদ্ররাও প্রান দিয়ে রাখে বন্ধুত্বের মর্যাদা।
পৃথিবী আজ স্বার্থ, লোভ, মোহে নিবিড় ভাবে জর্জরিত,
বন্ধুত্ব- প্রণয়-ই করতে পারে ভালোবাসা সু প্রতিষ্ঠিত।
বন্ধু, তুমি মোর ভুল ধরিয়ে দাও, করো আলিঙ্গন,
মোহে পরে অসম্মান করোনা  দৃঢ় হোক বন্ধুত্বের বাঁধন।
বন্ধু, ভালো থেকো, কাউকে করো নাকো হেলা,
ওরাই  তোমার পাশে থাকবে, তোমার অপরাহ্ণ বেলা।
বন্ধু মানে সখা, সুহৃদ, মিত্র; হৃদয়ের অটুট বন্ধন,
নেই কোনও রক্তের যোগাযোগ, থাকে টেলিপ্যাথিক- টান।
যার সাথে বলা যায় মনের সব না বলা কথা
সামান্য কষ্ট হলেই  বুঝতে পারে জীবনের অস্ফুট সব ব্যথা।
রক্তের সম্পর্ক থেকেও বন্ধুত্বের সম্পর্ক হয় দৃঢ়
তার মধ্যে না ঢোকে  কোনও বিষধর- কিট।
বাল্যকালেএক সাথে টিফিন ভাগ করে খেতাম বন্ধুগনে,
সেই দিন আর পাবো কোথা, বৃথা আশা জাগাই মনে মনে।
বন্ধু নির্বাচন আজকাল যে কি দুরুহ কাজ,
বন্ধুত্ব হলেই পিতা-মাতার মাথায় পড়ে বাজ।
বন্ধু, বলতেই কিছু মুখ, কিছু চেহারা ভেসে ওঠে হৃদপটে,
সকলেই আজ বড্ড ব্যস্ত ভাগ্য লিখতে যে যার ললাটে।
হিংসার বশবর্তীতে চূর্ণিত না হোক মননে আঁকা বন্ধুত্ব,
বাঁধন অবিনশ্বর; অনুরাগ ছড়িয়ে  সদ্ভাব হোক ব্যক্ত।


                                            26/05/2020