………………………
শুরু ধুম-ধারাম
তবলা বায়ায় রোল,
নিনাদ হৃদয়ে ধ্বনিত
কণ্ঠে ফোটে বোল।
পুজা আসছে, পুজা আসছে
শঙ্কিত যে মন,
দুয়ার বন্ধ…
খুঁজি নস্টালজিক কোণ।
চোপ…! চুপ চাপ সব…
আসছে রাজ্যপাট দখলের নতুন কোন নকশা,
কলির কানাইয়া শুষে নিচ্ছে সব ভরসা
ভুল তো ভুল, ঠুনকো যে শাসকের পেশা।
মোহর! আশ্বাস…
ছড়াছড়ি… ,
লাটাই দখল
চারদিক ঘোরাচ্ছে ছড়ি।
সাধু সাবধান!...
তৈরি তো! আহা…মরি…মরি।
//২৭/০৯/২০২০ ইং//