১৫/০৮/২০২০ ইং


স্বাধীনতা মানে …
এক গুচ্ছ রক্তিম পলাশের সুবাস মেশানো স্নিগ্ধতা ,
তেরঙ্গার বন্ধন
মনের আবেগে মাতাল হাওয়ায় কেশরাশি উড়িয়ে
ভালোবাসার আলিঙ্গন।
স্বাধীনতা মানে …
কবিতায় কবির হৃদয় নিংড়ানো গভীর আত্মকথার
জলন্ত প্রতিদান
ঝর্ণাধারায় অফুরান জলরাশির শীতল স্পর্শে হারিয়ে যাওয়া
সূর্য স্নান।
স্বাধীনতা মানে …
পাড় ভাঙ্গা নদীর বহতামান স্রোতে ভেসে যাওয়া
একগুচ্ছ কচুরিপানা
ছোট্ট ডিঙ্গা বাওয়া মাঝির প্রাণোচ্ছল মনের ভাটিয়ালী
সুরের মূর্ছনা।
স্বাধীনতা মানে …
মাথায় গামছা বাঁধা গাড়ীর চালকের স্টিয়ারিং ঘোরানো
হাতের নিশানা
দূর থেকে দূরে ছুটে চলা আনাবিল হাসিখুশি ঘর্মাক্ত মুখের
চঞ্চল পনা।
স্বাধীনতা মানে …
মাঠের পর মাঠ বুনানো শস্য রাশির সোনালী
বর্ণের মুক্তাঙ্গন
রোদ, বৃষ্টি, ঝড়ে কৃষকের হাসি জড়ানো রক্ত জলের
মানস সন্তান।
স্বাধীনতা মানে …
অফিস ফেরত মানুষটির মাথা ধরার ঔষধি এক কাপ
চা সেবন
সন্তানের আঙ্গুল ছোঁয়া হাটি হাটি পা পা আর ধপাস
করে পদস্খলন।


স্বাধীনতা তুমি মোদের অহমিকা, হৃদয়ের অপরাজিতার পাপড়ি,
প্রিয়ার কোমল পরশে জেগে ওঠা বাঁধনহারা জ্যামিতিক অঙ্গভঙ্গি।