ইচ্ছে থাকলেও পারছি না-
কাঁদতে, চেষ্টা করেও না…
একে- অপরের সুখানুভূতিতে উদ্বেলিত হতে।


থ্যালামাস, হাইপোথ্যালামাস কর্মহীন!
অ্যাড্রিনালিন কি কোঠোরে বন্দী?


কেমন যেন…
চারি পার্শ্বে হাহাকার!
মানবিকতা খোলসে আবৃত!


থরে থরে সাজানো মৃত দেহ…
কই, আমার চোখে একটুও জল নেই;
প্রিয়জনের অভাবে,
কিংবা সমাধি স্তম্ভে, স্মৃতি কাতরে বুক ফাটা আর্তনাদ কোথায়!
শুধু নাক- মাথা ঠোকাঠুকি-ই সায়।


হৃদপিণ্ডের ব্যারাম, পেসমেকার! হাত বাড়ালেই…
ই.সি.জি., এম.আর.আই., স্ফিগমম্যানোমিটার, স্টেথোস্কোপ এর বাজারকরণ।


কাঁদতে ইচ্ছে; প্রাণ খুলে কাঁদো,
হাসতে চাইলে হই-হুল্লোড়ে ভাসো;
রাগের বহিঃপ্রকাশে গর্জে ওঠো;


গতিশীল রাখা চাই…
গোঁজামিলে হারায়  স্বাভাবিকতা,
গ্রন্থির সাথে হৃদয়ের জোগান বিচ্ছিন্ন হতে কতক্ষণ!


// ১৬/০৬/২০২০ ইং //