ঘর্মাক্ত কলেবরে ছুটে এসেছিলে তুমি,
ডেস্ক এর এ পাশে আমি, অন্য পাশে তুমি।


কম্পিত হৃদয়, শিহরিত তোমার  সমস্ত শরীর ।
দু নয়নে অশ্রু ধারা…
ভয়ঙ্কর রকম অস্থির লাগছিলো তোমাকে,
ঠোঁটের ভাঁজে লুকিয়ে ছিলো ,
তোমার না বলা নীল বেদনা।


কেন বলোনি? আমায়!
আমার শরীর ও হিমোগ্লোবিন সমৃদ্ধ,
বইছে গরম রক্তের বান…
মনিব ছিলেম কি কক্ষনও?


চেয়েছিলেম একটি বার তুমি সংযম ছেড়ে অনাবৃত হও,
নিজের জালে নিজেই হলেম বন্দি,
উন্মাদনা চেপেই ছিল মোর প্রাণে,
মুক্ত বলাকার মতো ডানা মেলে , বাঁধন কেটে গেলে…
অনুচক্রিকা নিষ্ক্রিয়ই  থেকে গেলো!


                                               ১২/০৬/২০২০