দূর পাহাড়ের বুক চিড়ে ঝরে পড়ে ঝরনা,
ঢাল বেয়ে বেয়ে নেমে আসে শীতল তাঁর কান্না।
নদীতে বিলিয়ে দিয়ে অবশেষে মেটে তাঁর তৃপ্তি,
দুকূল কে ভাসিয়ে করে দান, করে চলে সবুজ সৃষ্টি।
সাদা-কালো পাথর ভালোবেসে আঁকড়ে থাকে জননীর বক্ষ,
সবুজ নির্জন প্রান্তে নিবিড় প্রেমালাপে কপোত-কপোতীরা মত্ত।
হালকা মেঘাচ্ছন্ন পরিবেশের পাহাড়ি এই মায়া,
শহুরে বাবুরা খুঁজে ফেরেন একটু অবসর যাপনের ছায়া।
পাহাড়-নদীর এই নিবিড় আলিঙ্গন,
নীরবতায় জেগে রইবে আজীবন...😍😍😍😍                                              
        -----@কুন্তল
            // 19/06/2020 ইং //