সুখ পাখি জন্মেছিলো একটি কুঁড়ে ঘরে
অস্পৃশ্য মায়ের কোলে,
রাম- রাবন কিংবা পাণ্ডব নয়, থাকে-
অনামি কোনও কুলে।
যেথায় থাকে সত্য সদা,
অফুরন্ত ভক্তি, প্রেম, প্রনয়,
সৃষ্টি, অনাসৃষ্টি যাই ঘটুক
নেই তো তাঁর ভয়!
সৃষ্টির আদি লগ্ন থেকে
আছে সবার সাথে,
মনুষ্য জন্ম হবে স্বার্থক
সেবা করো আর্তে।
অকাশের গ্রহ, নক্ষত্র, সূর্যের-
তেজে রয়েছে অফুরন্ত শক্তি,
ভাবনায় মত্ত, হই আকুল
করেছেন যিনি তাঁদের সৃষ্টি!
এক পৃথিবী নিয়ে মানুষ
ভেবে না পায় কূল,
হাজারো টা পৃথিবীর ভাবনায়
সব্বাইকে হতে হয় ব্যাকুল!
সুখ সুখ বলে আমরা সব্বাই
আহা আহা করি,
অন্তরের মাঝে থাকে সে যে
ধরতে নাহি পারি।
জন্ম নিয়ে মায়ের কোলে
প্রতিজ্ঞা যাই ভুলে,
বিশ্ব চরাচর সচল সদা
অজানা একটা বলে।
আমরা সবাই শক্তির পূজারী
কেউ মানি আর না মানি,
পাপ পুণ্য জাগ্রত দাঁরে
বৃথাই আস্ফালনে জীবন ঘানি টানি।
একদিন দেবে সুখ পাখি ধরা
বাঁধন যাবে কেটে,
জীবন প্রদীপ নিভে যাবে যে!
ছুটবে অমৃতের পাটে।


   @কুন্তল রায়   // ১৩/০৭/২০২০ ইং//