// ৩১/০৭/২০২০ ইং //


কলম, কেমন যেন নিস্তব্ধ অসাড়;
লেখনীর বর্ণমালা বিদ্রুপে অট্টহাসিতে ফেটে পড়ে,
বলপেনের কালিতে রক্তের স্রোত…
সাদা কাগজ শুষে নেয় স্পঞ্জের মতো।
দিন গুনে মাস, মাস গুনে বছর প্রায় অস্তাচলে,
অনাহুত ভবিষ্যৎ…
যাই যাই করে বগলদাবা করে লুকিয়ে পড়ে।
শব্দভাণ্ডারে শব্দ বালুকাময় মরুচরে হাতড়ায়…
উত্তপ্ত ফেনা চপেটাঘাত করে,
লঘু মস্তিস্ক ভারসাম্য খুইয়ে বসে।
কলম তবুও যে বিবরণীর মাকড়সা
যা আসবে সূক্ষ্ম ডগায় লিখে যাবো…
কলমই বৃত্ত সম্পন্ন করে গড়ে ইতিহাস।