ব্যস্ত শহরের বিস্তৃত পথ জুড়ে
ছোটে চলে উঠতি বয়সী আষাঢ়;
ভেজা স্কুল ব্যাগ, চোখের পাশেই ভেজা চুল-
ভাঁজ করা ছাতা, দুষ্টু হাসির তরুণীর আষাঢ়।


কাঁঠালের বনে, লটকনের ছড়ায়-
ঝুলন্ত লোভনীয়-কমনীয় আষাঢ় ;
সবুজ পাতার ফাঁকে পানি ফল-
জলরঙ ত্বকে চেয়ে আছে কিশোরীর আষাঢ়।


কালো জামের ডালে থোকা-থোকা-
জিহ্বায় জল আসে, ভরাট দেহ গেঁয়ো বধূর আষাঢ়;
আর আমি শুধুই দেখি পথে যেতে যেতে কী অপরূপ!
জল-সিক্ত এমন কদমের; বকুলের আষাঢ়।