জীবন তো জীবনই;
সব সময় গলে গিয়ে জল হয়না বৃষ্টি ভেজা নুনের মতো,
কখনো কখনো জমে গিয়ে বরফ হয়-
আর ভিতরেই ফেঁসে যায়, বোতল ভর্তি জলের মতো;
আবার পুড়ে পুড়ে লালও হয় ভাটার ঐ ইটের মতো।


জীবন তো জীবনই;
সারাক্ষণই বয়ে যায় না-
মাঝে মাঝে বুক জুড়ে চর হয় শুকিয়ে যাওয়া নদীর মতো,
তট জুড়ে ফেনা হয় ক্লান্ত সমুদ্রের মতো;
আবার ক্ষয়ে ক্ষয়ে অক্ষয় হয় বিধ্বস্ত পাহাড়ের মতো।


জীবন তো জীবনই;
হাজারো ধরণ হয়, কেউ পেটের দায়ে জীবন যুঝে,
কেউ আপন ভুলে পরকে বুঝে, কেউ ঘর পালানোর পথ খুঁজে-
পথ ভোলা পথিকের মতো; কেউ মরে গিয়েও বেঁচে থাকে
আবার কেউ মরে মরেই বেঁচে থাকে ।


জীবন তো জীবনই;
এখানে সবার চাওয়া এক হয়না;
অনেকেই ইঞ্চি-ইঞ্চি অর্থ খুঁজে, জীবন মানেই যন্ত্র বুঝে;
কেউ সব হারিয়েও সুখী আছে, কেউ কেউ সব রেখেও-
শূন্য মাঝেই ডুবে আছে; এমনও কিন্তু কম হয়না ......!