কাব্য তো সেই সুদূর স্বর্গীয় মেওয়া
তাই সাধ্য কি তাকে কাছে পাওয়া ?
ছন্দ-গাঁথা, ছত্রক-বাঁধা আঁটোসাঁটো গড়ন;
সাবধানী,অভিমানী অভিজাত তার চলন।
কখনো দেবলোকের নীলাভ মেঘে উড়ে
খুব বেশী ইচ্ছে হলে আকাশ গলে ঝরে।


কালেভদ্রে নামলেও সে এই ধূলো-ধরায়
রাজ তিলক হলেই শুধু তাকে বাহু জড়ায়।
নদী তীরে, চাঁদনী রাতে, নিরব বাগিচায়
সে নাকি একা হাঁটে, বেড়ায়-নাচে-গায়;
কত প্রহর কাটিয়ে দিলাম বসে নিরালায়;
হায়! দেয়নি তো ধরা- সে যে ক্ভু আমায়।