ইচ্ছেতো করে ভাবনার মতো অবাধ্য হই,
মন্ত্র ভাঙ্গার মন্ত্র হই, জীবন স্রোতের উল্টো ব'ই!
হই স্বপ্নের মতো দুরন্ত;
না থাকুক সীমার লেশমাত্র অন্ত!


দেখো, কল্পনারা কতো স্বাধীন হয়;
কত সহজেই নীতি বিলোয়!
সমাজ-ধর্মের লক্ষণ রেখা পেরোয়,
আর কতো অবলীলায় গিয়ে তোমাকে ছোঁয়!


সময়ের হিসেবে কি কোন হেরফের হয়?
সাগর-পাখীরা যখন তারিখ রেখা ডিঙোয়!
একদিন আমি সত্যি পাখীই হবো,
আর চুপিসারে গিয়েই তোমাকে ছোঁব।


নতুবা চরম বিদ্রোহী হবো,
মন্ত্রপূত নয়, মন্ত্র ভাঙ্গার মন্ত্র হবো!!