তোমার দেহেই একাকার হ'বো-
মাটির ভাঁজ হয়ে মিশে র'বো,
সবুজ ঘাসেরা বাহু জড়িয়ে সারাবেলা
ফুলেল বসন্তে করবে এখানেই খেলা।
কৃষাণের সাথেও সখ্য হবে সবুজের ছায়ায়
কেটেই যাবে গ্রীষ্ম আমার ওদের চোখের মায়ায়;
ডাবের চারারা আমারেই আপন করে
টেনে নিবে শিকড়ের চুমোয় স্নেহ ভরে।


নয়তো, জল হবো কলমিলতারা ভেসে রবে
অভিমানী বুকে এদিক ওদিক হামা দিবে,
আমার সর্বাঙ্গ জুড়ে জল সিক্ত সরীসৃপের মতো
আহা! আনন্দ কতো!
বর্ষায় এখানেই আবার কদমের ঘ্রাণ,
ঘ্রাণ পাবো তাজা জীবনেরও, নেচে উঠবে প্রাণ;
গাঁ বেয়ে সদ্য জীবনধোয়া জল নিয়ে
একাকার হবে ধারা এসে মিশে গিয়ে।


দুরন্ত বাতাস হ'বো গায়ে শিউলীর গন্ধ মেখে
নদীর চরে দোল খা'বো কাঁশবনের বাঁকে;
পাঁকা আমনের বুক ছুঁয়ে
সুবাস নিয়ে ফিরবো গাঁয়ে;
সূর্য্যমুখী আর সর্ষের ক্ষেতে যখন মধুকরেরা ভিড় করে ,
আমিও থাকবো সেথায় কুয়াশার লাজুক পিঠে চড়ে।