দেখেছ কি কখনো তুমি
প্রবাল কিভাবে হয়  সাগর গভীরে?
কোমল জলজ কিভাবে থাকে গেঁথে-
মমি হয়ে খনির চুনা পাথরে;
কিংবা কীট-পতঙ্গ কিভাবে থাকে বিঁধে-
ইট, বালি আর সিমেন্টের পিলারে!


ঠিক এভাবে জীবাশ্মই হয়ে যাবো একদিন-
দেখো, অবশেষে যাবো হয়ে বড্ড পাথুরে!


সাধ তো ছিল শুভ্র মেঘ হবো
নীল আকাশেই বেড়াবো উড়ে;
কখনো তোমার দৃষ্টি ছোঁব
আবার কখনো হারাবো ঐ সুদূরে..


কেন এমন নির্মম বাঁধনে তবে-
বাঁধতে চাও তুমি আমারে?
কোমল পীচ যেমনটা রাখে ধরে
নিষ্ঠুর ভাবে কংক্রীটের এই পথটারে
আর ভাটার আগুন যেমনটা-
ভালবাসে সহজ সরল কয়লারে!