চারদিকে ফসলের ঘোর মৌসুম
কৃষকের এতটুকুও নেই ফুরসত ফেলবে যে দম!


আদর-ভালবাসায় সিক্ত ফসলী জমি
অশ্রু সজল চোখ পাশেই ঝোঁপ-ঝাড়ের বনভূমি!
অবহেলায় অনাদরে যুগযুগ অনাবাদী-
ভেবে রসহীন, আসেনি কেউ ফলাতে ফসলাদি।


এখানেতো শুধু বর্জ্যই ফেলা হয়
তাই ডুকরে উঠে তার কোমল হৃদয়-
"এই বুক যদি এতটাই নিরস হয়!
কিভাবে তবে এতো সবুজ আগাছা হয়?"