যেভাবে মোলা-চ্যালারা দুপুর কাটায়-
নিরব ছায়ার পুকুর-ডোবায়,
ঘাস ফড়িঙেরা দেহ লুকোয়
সবুজ মাঠের মায়ায় !


আমি এখানেই থাকবো মিশে
এই বর্ষা-ধারায়;
কদমের গা-ধোয়া জলে ভেজা
লাজুক-নিভৃত এক গাঁয়।


এখানে পাখনা মেলে বহে বাতাস-
পেরোয় রূপোলী মেঘের আকাশ,
যখন তখন উড়ে বেড়ায়
সারি সারি মরাল,ধনেষ, লাল ঝুটি হাঁস।


পানকৌড়িরা সাঁতরে বেড়ায়-
শাপলা-শালুকের ঝিলে;
গাঙচিলেরাও সুখেইতো বেশ
জিরোয় বসে জল কড়ইয়ের ডালে।


মাছরাঙারা ঝিমোয় বসে
একচোখে চেয়ে ছোট্ট ডোবার জলে;
চূনোপুটির ভেজা গায়ের সুবাস
এখানেই যেন দিব্যি মিলে!


এদের সাথেই মিলেছে রঙ-
আমায় এদের মাঝেই মানায়;
তাই কাটিয়ে দেবো প্রহর আমার-
এই অপরূপ শ্যামল ছায়ায়।