গড়তে চাইলাম কাব্য শহর
যেথায় বইবে প্রেম-নহর,
ফুল-পাখিতে শোভিত বিথী
স্বপ্ন সুখের পূর্ণ তিথী;
নিকষ রাতের আঁধার ঠেলে
ভোরের রেখা উঠবে খেলে,
সাগর নীলের আকাশ ছা'পি
প্রভাত আনবে রোদের ঝাঁপি।


ভাবতে গেলেই দ্বন্দ্ব জাগে
ভাব নাকি ছন্দ আগে?
ধ্বনি শব্দের নেই যে গতি
কেমনে মিলবে মাত্রা যতি!
আসমান জমিন পাতাল ঘুরে
ভাবের খুঁজে আলোক বর্ষদূরে!
নাইকো কোথাও শব্দ বহর
কবর হলো নিযুত প্রহর।


শূন্য হাতেই এলাম ফিরে-
পুরনো সেই জীর্ণ নীড়ে;
কাটলো যে মোর শত অব্দ
হবে তো এবার প্রাণ স্তব্ধ!
কাব্য নগর হলোনা গড়া
থাকলো মনের ভাব অধরা,
আঁধার রঙে ভাগ্য আঁকা
ফোটে কেমনে আলোক রেখা?