ব্যালকনির শূন্য টবের মতোই পরিত্যাক্ত-
নির্জলা ছোট্ট একচিলতে ভিটে;
বহুদিন অনাদরে আর অবহেলায়;
সেটা মোটেও কোন ব্যাপার না!
-আচ্ছা,তাহলে?


রোদ আছেতো জল নেই,
জল হলে আর ছায়া নেই;
পোড়া পোড়া কাঁকর মাটি-
একদম মায়া নেই;
না থাক, পড়ে থাকুক;
এটাও কোন ব্যাপার না!
-থাকুক, তবে?


এখানে গহীন অরণ্য যে এমন!
তিল ধরবে সেই ঠাঁইও নাই-
একদম ঠাসাঠাসি গাদাগাদি....,,,
বেশ হয়েছে, আরও হোক;
এটাও তো কোন ব্যাপার না!
- হুম, কিন্তু?


কতক লকলকে লতানো-
কতক আছে দেয়াল কামড়ে,
বীরুৎ গুল্ম বৃক্ষ সবই আছে।
এখন বেশ ছায়া হয়, জলও হয়.....
ফুল-ফল সব হয়, ইদানীং মায়াও হয়!
হওয়ারই তো কথা, তাই হয়, হোক.....
কোন ব্যাপার না!
-তারপর?


মাঝখানে একটা বনসাই!
আমি নিজ হাতে করেছি-
তরতর করে বেড়ে উঠা,
একটা গাঢ় সবুজ বনস্পতি;
আমার বনসাই ভালোবাসা!
-বুঝলাম