বিশ্বাসের নদীতে আস্থার নাও
নিত্য পায় সুখের বাও,
অনতিদূরে প্রেম-স্বর্গ।


আর সন্দেহের অন্তর নির্ঘুম চোখে-
খুর-কাঁচি শানে, দুরু দুরু বুকে,
আস্ত ধরাই যেনো এক মর্গ!