দিন বদলায়, বদলে যায় সবকিছু-
ধূলিসাৎ হয় সুবিশাল অট্টালিকা-ইমারত,
যেভাবে বদলে যায় একদিন-
প্রবল প্রমত্তা নদীর অভিজাত গতিপথ।


বদলায় ভাবনারাও আকশের রঙের মতো-
মনো-প্রস্রবনে উথলিয়ে উঠে নতুন মত,
আকাশে গোধূলি আসে, আসে ধোঁয়াশা-
দিগন্ত পটে আলো আঁধারীর খেলা যুগপৎ!


থেমে গিয়েও যেনো যায়না থেমে-
অদূরে হাতছানি দেয় অকাল ভবিষ্যৎ,
ধীরে ধীরে চাকার ব্যাসার্ধ কমে গিয়ে-
অবশেষে শ্লথ হবে জীবন রথ !


কালের থাবায় করতে হবে আত্মসমর্পণ
মলিন হবে গৈরীক কায়া রাজসিক যৌবন;
মনো-দো'রে ঋজুতা এলে তো-
বার্ধক্যের জেটিতেই নোঙর করে জীবন!


কে তরাবে, কে দিবে আলো?
ধেয়ে যে আসছে কাল-ক্ষণ!
অনাগত কাল ধূলো-স্তূপে চাপা
অতীতের কী হবে রোমন্থন?