আজি এমন মায়াভরা প্রভাতে
কে তুমি আমার মনন-নদী তীরে?
একেলা আছ বসি এমন নিভৃতে
আলো-আঁধারি প্রতিচ্ছবি আমার হৃদয়-নীরে।


আঁখি পানে দেখিবনা,
আছে যেন কি জানি এক টান!
কেঁপে উঠে হৃদয় বীণা-
প্রাণ মাঝে হয় যেন তীর ভাসা বান!


কী ই বা তোমার পরিচয়-
আর কোন গাঁয়েতে আছে তোমার ঘর?
কেনই বা দেখিয়া তোমায় হিয়া এমন হয়-
কেন জাগে এত ঢেউ চরা-নদী পর?


সংসার ত্যাগী ঘর-গাঁ ছাড়ি'
আজি আমি গেরুয়া বসন ধারী,
আসমুদ্র হিমালয়ে চলি ফিরি
দিবা নিশি পথে প্রান্তরে ঘুরি।


খুঁজিয়া তোমায় একাকার অগ্নি জল পবন
দোহাই তোমার আর করিওনা সংগোপন,
বল, তুমিই কি সেই মনোহরা জন?
যার তরে সন্যাসী অকালে এই অবুঝ মন!