একদিন থেমে যাবে আশ্বিণী সমীর নৃত্য;
মনের ডোবায় নামবে সেদিন শৈত্য!


কুয়াশার আচ্ছাদনে ভিড়বে তো শুধুই জীর্ণতা,
থাকবেনা রূপরস চোখে পড়বে অনন্ত রিক্ততা।


নাব্যতা উবে গিয়ে ভীষণ টানে পড়বে প্রাণের জল,
নিরব চারিদিক বাজবেনা এই ঘাটে কারো পায়ে মল!


কালের প্রাচীর ধ্বসে শুকোবে প্রাণ ফোয়ারার রূপোলী জল;
অতঃপর থামবে কায়ক্লেশ সন্তরণ, নিথর হবে ঘাট হবো নিশ্চল!


অবশেষে ঘুঘুচড়া ভিটেটুকু থাকবে পড়ে নির্জন,
মহাকালের ঢেউয়ে ভেসে গেলে কে আর করবে স্মরণ?