তোমার চারিপাশে অঙ্কিত অরবিটে ছুটে চলে ভাবনারা
অনেকটা সোলার সিস্টেমের গ্রহদের মতন;
অবিরাম ছুটে চলি আমিও,
চেনাজানা গণ্ডি ছাড়িয়ে প্রক্ষিপ্ত হই আলোকবর্ষ দূরে।


কদাচিৎ ফিরে আসি আমি-
আর লংকা কান্ড ঘটে কখনো ভাবনারা ফিরে এলে!


অনুভুতির সিঁড়িপথ নিমেষেই যায় গুঁড়িয়ে,
সওজ এর জমিনে বেদখল উচ্ছেদের নোটিসহীন বুল্ডোজারের মতন
ধ্বসিয়ে দেয় বোধের কর্তব্যনিষ্ঠ ইস্পাত কঠিণ পাঁচিল;
দিনের রুটিন, পেটের দায় আর কাজের মায়া অবলীলায়
সুনামী বিধ্বস্ত ঘরের কড়িকাঠের মতন ভেসে যায় কৃষ্ণগহ্বরে।


দু'আঙুলের ফাঁকে বিশ্বস্ত আবাস গড়ছিলো যে কলমটা,
সেও ভুলে যায় যুগযুগের ছুটে চলা মুখস্থ পথ,
ভুলে যায় স্তূপীকৃত ফাইলের পাতায় সাইনের পরিচিত রেখ-পথ;
রূপকথার মনিবভক্ত ঘোড়াটির মতো অন্ধ ছুটে চলে,
প্রলাপের ছলে অবিরাম এঁকে চলে অব্যক্ত কথা মালা।


সকল বাঁধা সরে গেলে, সকল দায় দূরে গেলে, সকল টান আলগা হলে-
তবু কুয়াশারাই কুন্ডলী পাকায়, দ্বিধার দেয়াল দাঁড়ায়
আবার সম্বিৎ আসে, কেঁপে উঠে মন স্তব্ধ প্রাণ,
করুণ চোখে দূরে দাড়িয়ে থাকে অচ্ছেদ্য কতক বন্ধন!