এক ঝাঁক পাখি ছিলো, খাঁচা ছিলো ভরা
দরজা ফাঁকা বেখেয়াল সব' দিলো উড়া!

ভুলে গিয়ে হিসেব পাতি-
মোম জ্বালিয়ে ঝাড়বাতি!
কেনই বা এই ধানাই-পানাই;
কিসের এতো  গর্ব-বড়াই?


এযে এক অচিন পাখি, সার্বজনীন বন্য
একদিন দেখিবে খাঁচা আছে পড়ে শূন্য!


থাকতে সময় আপন খোঁজ-
পাখির হিসেব আগে বোঝ;
পাখি নয়তো! ধূপকাঠি,
পুঁড়ে করে সংসার খাঁটি।