জানি তো প্রাণের সলতে ঠিক ফুরোবেই;
পুড়ে খাক হবো কিংবা উবে যাবো একদিন।


তবু, জেনে রেখো-
আবার সময়ের উর্ধ্ব পাতনে জমাট হবো;
এই অনিষিক্ত প্রেমের জলে-
অনায়াস নাব্যতা পাবে ঈশ্বরের হাতের তালু অবধি;


ঠিক দেখো সেদিন-
মহাকালের ঢাকনার অধ:পৃষ্ঠে প্রেমের বান নামবে!
সুখের উপত্যকা গড়িয়ে নেমে যাবো;
অন্তত বিন্দু বিন্দু করে হলেও এক হবো।


অতঃপর জড়ো হবো ফণীমনসার কাঁটায়
পৌষের শিশিরের মতন;
ঠিক এই তুমি আর এই আমি;
শুধুই আমরা;
মিলবো অন্য কোন আটপৌরে আকাশ তলে।


আবার সজীব-কোমল হবে,
প্রাণ আসবে এই ব্রহ্মপূত্রের উবে যাওয়া জলে,
পায়ে পায়ে এঁদো হবে আবার নতুন কোন কদমতল।