ঘর পালানো দুর্বিনীত ইচ্ছেরা
যখন তখন নাগরাজ বাসুকী হয়,
সর্বগ্রাসী ফণা তুলে; অনল বর্ষী হয়!


বুকের কৃষ্ণগহ্বরটা নি:শ্বাসে নি:শ্বাসে
টেনে আনতে চায় ওজোন স্তর; ট্রপো সীমা;
ক্রমশ সৌরমণ্ডল; অনন্ত নভোমণ্ডল অবধি!


নিমেষেই ঈশান থেকে নৈর্ঋত চষে ফেলে,
হন্যে হয়ে খোঁজে ফিরে সেই চুলের ঘ্রাণ;
একজোড়া স্বপ্ন ভরা চোখ;
সেই প্রেম মাখা মুখ!