ইঞ্চি আটেক জলের ডোবায় শেকড় ঝুলিয়ে
ঢোল কলমীর গাছেরা যেভাবে দিব্যি ফাল্গুন কাটায়,
জল না ছুঁয়েই দেহে বসন্ত নামায়।


আমিও তেমনি নেশাতুর-
দিনদুপুরে রাত গভীরে নেমে যাই বুকের কূয়ায়
ডুব দেই-
বুনোহাঁস হই; পানকৌড়ি হই;
তলানীতে হাতড়াই-
সুখের শামুক গুগলির নেই খোঁজ।


বেশ দেহ ভিজে এতে; প্রায় কাক ভেজাই হই;
তবুও মন কি বোঝে?